কী বলছে বিজ্ঞান ? পাকা চুল তুললে কি 5 টা চুল গজাবে?
চলুন তবে বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে উপরীয়ক্ত বক্তব্য এর প্রমাণ স্বরূপ তথ্য নিয়ে আলোচনা করা যাক।।এই অভ্যাস অত্যন্ত খারাপ বলেই মনে করেন অনেকে। যাঁরা একটা দুটো পাকা চুলে তুলে দিতে থাকেন, তাঁদের নিষেধ করেন অনেক বয়স্ক মানুষই। কারণটি কী?8অনেকেই মনে করেন, একটি পাকা চুল টেনে তুললে তার গোড়া থেকে যে রস বেরোয়, তা থেকে আশপাশের অনেকগুলি চুল পেকে যেতে পারে।
তাই নিষেধ করা হয় পাকা চুল টেনে তুলতে। অনেকেরই মত, এতে বাকি চুল খুব তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু কথাটি কি ঠিক?a bisoye বিজ্ঞানী রা কি বলছে ,দাবি একেবারেই ঠিক নয়। পাকা চুল তুললে মোটেই তার গোড়া থেকে এমন কোনও রস বেরোয় না, যাতে আশপাশের চুল পেকে যেতে পারে। তাই এই অভ্যাসের সঙ্গে চুল পাকার কোনও সম্পর্ক নেই।
8বিজ্ঞানীরা বলছেন, পাকা হোক বা কাঁচা— যে কোনও চুলই চেনে তোলা হলে তার ফলিকল ক্ষতিগ্রস্থ হতে থাকে। এর ফলে ওই জায়গায় নতুন চুল গজালে, তাদের অবস্থা খুব ভালো হয় না। সেগুলি প্রথম থেকেই খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। 8দেখা গিয়েছে, এই অভ্যাসের কারণে নতুন চুল গজানো বন্ধ হয়ে যেতে পারে। ফলে অকালেই টাক পড়ে যেতে পারে কারও। চুল না পাকলেও এই সমস্যা ডেকেই আনতে পারে পাকা চুল টেনে তোলার অভ্যাস।