Home খবর কী বলছে বিজ্ঞান ? পাকা চুল তুললে কি 5 টা চুল গজাবে?

কী বলছে বিজ্ঞান ? পাকা চুল তুললে কি 5 টা চুল গজাবে?

কী বলছে বিজ্ঞান ? পাকা চুল তুললে কি 5 টা চুল গজাবে?

চলুন তবে বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে উপরীয়ক্ত বক্তব্য এর প্রমাণ স্বরূপ তথ্য নিয়ে আলোচনা করা যাক।।এই অভ্যাস অত্যন্ত খারাপ বলেই মনে করেন অনেকে। যাঁরা একটা দুটো পাকা চুলে তুলে দিতে থাকেন, তাঁদের নিষেধ করেন অনেক বয়স্ক মানুষই। কারণটি কী?8অনেকেই মনে করেন, একটি পাকা চুল টেনে তুললে তার গোড়া থেকে যে রস বেরোয়, তা থেকে আশপাশের অনেকগুলি চুল পেকে যেতে পারে।

তাই নিষেধ করা হয় পাকা চুল টেনে তুলতে। অনেকেরই মত, এতে বাকি চুল খুব তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু কথাটি কি ঠিক?a bisoye বিজ্ঞানী রা কি বলছে ,দাবি একেবারেই ঠিক নয়। পাকা চুল তুললে মোটেই তার গোড়া থেকে এমন কোনও রস বেরোয় না, যাতে আশপাশের চুল পেকে যেতে পারে। তাই এই অভ্যাসের সঙ্গে চুল পাকার কোনও সম্পর্ক নেই।

8বিজ্ঞানীরা বলছেন, পাকা হোক বা কাঁচা— যে কোনও চুলই চেনে তোলা হলে তার ফলিকল ক্ষতিগ্রস্থ হতে থাকে। এর ফলে ওই জায়গায় নতুন চুল গজালে, তাদের অবস্থা খুব ভালো হয় না। সেগুলি প্রথম থেকেই খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। 8দেখা গিয়েছে, এই অভ্যাসের কারণে নতুন চুল গজানো বন্ধ হয়ে যেতে পারে। ফলে অকালেই টাক পড়ে যেতে পারে কারও। চুল না পাকলেও এই সমস্যা ডেকেই আনতে পারে পাকা চুল টেনে তোলার অভ্যাস।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments