বেশ কয়েকবছর ধরে কলকাতা শহর ও শহরতলির নানা অংশে বাড়ির সামনে নীল বোতল ঝুলতে দেখা যাচ্ছে৷ তাতে নাকি পথ কুকুরের উৎপাত কমবে বলেই মনে করছেন অনেকে৷ কিন্তু সত্যি কী তাই!কী করা হয় এ ক্ষেত্রে৷ অনেক স্থানে দেখা যায় বাড়ির সামনে বোতলের মধ্যে কাপড়ে দেওয়ার নীল গুলে ভরে রাখা হয়৷ সেটি ঝুলিয়ে রাখা হয় বাড়ির গেটে৷ তাতে নাকি কুকুরের উৎপাত কমবে৷কিন্তু আদতে তাতে বিশেষ কোনও লাভ হচ্ছে না৷ বহাল তবিতয়ে কুকুর এসে সেই বোতলের গায়েই প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এর আসল কারণটা কী৷
কেন এমনটা হচ্ছে৷বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে বিজ্ঞানসন্মত কারণ মেনে যা হওয়ার কথা, তাই হচ্ছে৷ রঙের সঙ্গে কুকুরের না আসার কোনও সম্পর্কই নেই৷ বিশেষজ্ঞরা স্পষ্টতই বলছেন, কোনও পশুকেই এভাবে বোতল ঝুলিয়ে দূরে রাখা সম্ভব নয়৷রেটিনায় কম সেল থাকার জন্য এরা রং সেভাবে দেখতেই পায় না৷ ফলে চোখ সেই তুলনায় কুকুরের খুবই কম শক্তিশালী৷ সেই কারণে নীল রং দেখে কুকুরের দূরে চলে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷ এটি একটি গুজব মাত্র৷