Home কুকুরের কুকুরের জ্বালায় নীল জলের বোতল ঝুলিয়ে কি লাভ হয়?

কুকুরের জ্বালায় নীল জলের বোতল ঝুলিয়ে কি লাভ হয়?

বেশ কয়েকবছর ধরে কলকাতা শহর ও শহরতলির নানা অংশে বাড়ির সামনে নীল বোতল ঝুলতে দেখা যাচ্ছে৷ তাতে নাকি পথ কুকুরের উৎপাত কমবে বলেই মনে করছেন অনেকে৷ কিন্তু সত্যি কী তাই!কী করা হয় এ ক্ষেত্রে৷ অনেক স্থানে দেখা যায় বাড়ির সামনে বোতলের মধ্যে কাপড়ে দেওয়ার নীল গুলে ভরে রাখা হয়৷ সেটি ঝুলিয়ে রাখা হয় বাড়ির গেটে৷ তাতে নাকি কুকুরের উৎপাত কমবে৷কিন্তু আদতে তাতে বিশেষ কোনও লাভ হচ্ছে না৷ বহাল তবিতয়ে কুকুর এসে সেই বোতলের গায়েই প্রস্রাব করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এর আসল কারণটা কী৷

কেন এমনটা হচ্ছে৷বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে বিজ্ঞানসন্মত কারণ মেনে যা হওয়ার কথা, তাই হচ্ছে৷ রঙের সঙ্গে কুকুরের না আসার কোনও সম্পর্কই নেই৷ বিশেষজ্ঞরা স্পষ্টতই বলছেন, কোনও পশুকেই এভাবে বোতল ঝুলিয়ে দূরে রাখা সম্ভব নয়৷রেটিনায় কম সেল থাকার জন্য এরা রং সেভাবে দেখতেই পায় না৷ ফলে চোখ সেই তুলনায় কুকুরের খুবই কম শক্তিশালী৷ সেই কারণে নীল রং দেখে কুকুরের দূরে চলে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷ এটি একটি গুজব মাত্র৷

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments