একদিকে গত কয়েকদিনে জেলায় জেলায় বাড়ছে উষ্ণতা। তারই মাঝে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ ও কাল রাজ্যে আকাশ পরিষ্কার থাকলেও ঝড় বৃষ্টির খেলা শুরু হতে চলেছে মঙ্গলবার থেকেই। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে বেশ কিছু জেলায়।বুধবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে।
দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহর কলকাতাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টি দু তিন দিন লাগাতার হতে পারে।উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি বেশি হবে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ বুধবার থেকে।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সবমিলিয়ে রাজ্যের ১২ জেলায় আগামী সপ্তাহ থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।১৫ মার্চ, বুধবার থেকে আবহাওয়ার বদলের জেরে তাপমাত্রা কিছুটা কমবে। ১৬ এবং ১৭ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।