ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকেই দারুন পছন্দ করে মানুষজন। বিশেষ করে খড়ির টমবয় বনিকে। আর বনির চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী।তবে TRP কম থাকার দরুন TRP বাড়ানোর জন্য নতুন ফন্দি করছে জানুন টা কি।টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। বেশ কয়েকবার তো বেঙ্গল কপালের খেতাবও জিতে নিয়েছে খড়ি-ঋদ্ধির এই ধারাবাহিকটি।বেশকিছু ধারাবাহিকে অভিনয় করলেও পরিচিতি এবং জনপ্রিয়তা এসেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের হাত ধরেই।
সেখানে বনি নামেই বিশেষ পরিচিত তিনি। তবে অনেকেই হয়তো জানেননা যে, অনুষ্কার বাক নাম চিকু, আদুরে নাম ম্যাগি। শুটিং সেটেও এইসব নামেই ডাকে সবাই।রিয়েল লাইফের লুকের বেশ পার্থক্য রয়েছে তার। আদতে কিন্তু এতোটাও টমবয় তিনি নন। এই যেমন কিছুদিন আগেই ব্রাইডাল ফোটোশুট করে মন কেড়েছেন সবার। মাথাভর্তি সিঁদুর, লাল টিপ, এলো চুল, গা ভর্তি গয়না,
আর তার সাথে চন্দনের ফোঁটা, ঠিক যেন স্বর্গের অপ্সরা।অভিনেত্রীর নতুন লুক দেখে রীতিমত হতবাক অনুরাগীরা। আসলে খড়ির মৃত্যুর পর পুরো ভোলবদল বনির। সে এখন একজন বড় মাপের পুলিশ অফিসার। এখন আর আগের মত ছোট চুল নেই তার, উলটে চুল লম্বা করে নিয়েছে।আর এই নতুন লুক অবশ্যই পছন্দ করবে সকলে।