Home আয়রন পানীয় জলে আয়রনের মাত্রা বেশি থাকলে কী কী করবেন?

পানীয় জলে আয়রনের মাত্রা বেশি থাকলে কী কী করবেন?

শহরাঞ্চলে অথবা শহরতলিতে অনেক এলাকায় রোজকার ব্যবহারের জলে ও পানীয় জলে আয়রনের মাত্রা অনেকটাই বেশি থাকে। পানীয় জলে অতিরিক্ত আয়রন পরিমান উপস্থিত থাকলে আবার ব্যবহারিক জল যেমন স্নানের জল, কাপড়কাচার জল, বাসন মাজার জলে আয়রনের পরিমান বেশি থাকলে সাদা বেসিন, বাথটাব বা হাল্কা রঙের জামাকাপড়ে দাগছোপও পড়ে বেশি। এক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও গৃহস্থালিকে রক্ষা করার জন্য নানারকম পদ্ধতি মেনে চলতে পারেন।
এই প্রতিবেদনে পড়ে নিন বিভিন্ন ধাপে কিভাবে আয়রনের মাত্রা ফিল্টার করবেন জল থেকে।

সাধারনত রোজকার জলে দুইধরনের আয়রন উপস্থিত থাকে, ফেরাস আয়রন এবং ফেরিক আয়রন, যা যথাক্রমে জলের ধাতব স্বাদ ও মরচে হিসেবে জলের লালচে রঙের জন্য দায়ী। ফেরাস আয়রন দূর করার জন্য কিনে নিন স্পেশাল আয়রন জলের ফিল্টার। আবার ফেরিক আয়রনের জন্য আপনার প্রয়োজন মেকানিকাল ওয়াটার ফিল্টার।

স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনাদের অঞ্চলে জলের প্রকৃতি কিরকম, রোজকার জলে আয়রনের মাত্রা কত ইত্যাদি সাধারন প্রশ্নগুলি। এর মাধ্যমে আপনি সহজে বেছে নিতে পারেন কোন ধরনের ফিল্টার আপনার বাড়ির জন্য প্রয়োজন।

এখন বাজারচলতি অনেক ফিল্টার এসে গেছে যার সাহায্যে সঠিক সিস্টেম ব্যবহার করে আপনি খুব সহজেই পানীয় জলের শোধন করতে পারতে। অনেক ওয়াটার পিউরিফায়ার বাজারে আছে যা আর.ও সিস্টেম ব্যবহার করে পানীয় জল শোধন করে আর খুব ফলপ্রসুভাবে জলে আয়রনের মাত্রা কমিয়ে দেয়।

কলের জল ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে শোধন করার পরেও যদি দেখেন জলের লালচে ভাব কমছে না এবং স্নানের সময় সেই জলের ব্যবহার করার জন্য চুল ও ত্বকের ক্ষতি হচ্ছে, তাহলে শাওয়ার ফিল্টার কিনে দেখতে পারেন। এই জাতীয় ফিলটারের কাজ হল স্নানের সময় আয়রন ফিল্টার করে নেওয়া, কিন্তু এটি অবশ্যই একটি খরচসাপেক্ষ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments