কোনো গুরুত্বপূর্ন কোনো কাজে যাচ্ছেন ঠিক সেই সময়েই মাঝ রাস্তায় বাইকের তেল শেষ।বা কোথাও ঘুরতে গাছে হটাৎ তেল শেষ র আশেপাশে কোন পেট্রোল পাম্প নেই ।ঠেলা ছাড়া তো কোনো উপায় নেই। তবে কতখুনি ঠেলে নিয়ে যাবেন।কিন্তু এবার সেই সমস্যার এক মস্ত উপায় বলে দেবো আপনাদের।বাইকের চোক ব্যাবহার করতে হবে : পেট্রোল শেষ হয়ে আসার আগেই আপনাকে বাইকের চোকে নজর দিতে হবে। চোক ব্যাবহার করলে সেখানে কিছু অতিরিক্ত তেল থাকতে পারে।
এরফলে আপনার বাইক বন্ধ করে আবার চালু করলে অন্তত নিকটবর্তী পেট্রোল পাম্পে পৌঁছাতে পারবেন।পেট্রোলের ট্যাঙ্কে প্রেসার তৈরি করতে হবে : আপনার বাইকে চোক বা থাকলে আপনি বাইকের পেট্রোল ট্যাঙ্কে প্রেসার তৈরি করেও বাইক স্টার্ট করতে পারেন। এর জন্য বেশি কিছু নয়, বাইকের ফুয়েল ট্যাঙ্কটিতে ফুঁ দিলেই হবে। তাহলেই আপনি অন্তত বেশ কিছুটা পথ পাড়ি দিতে পারেন।
বাইকটি সাইড স্ট্যান্ডের মাধ্যমে কাত করতে হবে : বাইকে পেট্রোল কম থাকলে সেটি ট্যাঙ্কের এক কোণায় এসে থেমে যায়। সেক্ষেত্রে আপনার বাইকের তেল ইঞ্জিনে পৌঁছতে পারেনা। তাই তেল শেষ হয়ে গেলে সাইড স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখুন। এরপর দেখুন বাইক স্টার্ট হয়ে যাবে। তাড়াহুড়োয় বেরোবার সময় বাইকে কত তেল রয়েছে তা লক্ষ্য করা হয়না, তেল ফুরিয়ে যাওয়ায় গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় চালকদের। এই দৃশ্য আমরা সকলেই লক্ষ্য করেছি। তবে স্টেপ গুলি লক্ষ করলেই হবে ।