Home খবর কখন, কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ?

কখন, কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ?

১১ সেপ্টেম্বর, রবিবার ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে।ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা নাগাদ।
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্য়াচটি দেখতে পারবেন।

১৯৮৬ সালের এশিয়া কাপ ফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেবার জয় পেয়েছিল লঙ্কা বাহিনী। ২০১৪ সালে বাংলাদেশের মীরপুরে ফের একবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেবারও ফল একই জয়।এশিয়া কাপে খেতাবি লড়াইয়ে আজ ২২ গজে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১৬ ম্যাচ মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ১১বার জয় পেয়েছে শ্রীলঙ্কা, ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। মোট ২১ বার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে ২ দল। তার মধ্যে ১৩বার পাকিস্তান জয় পেয়েছে

। ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তান মোট ২টো ম্যাচ খেলেছে। ২ দলই একটি করে ম্যাচ জিতেছে। শেষ ৫ ম্যাচের সাক্ষাতে পাল্লা ভারী শ্রীলঙ্কার। ৩বার জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কা বাহিনী। ২ ম্যাচ জিতেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহিতে অবশ্য পাকিস্তান অনেক এগিয়ে শ্রীলঙ্কার তুলনায়। ৫ ম্যাচের সাক্ষাতে ১টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ও ৪ ম্যাচ জিতেছে পাকিস্তান। ২ দলের সাক্ষাতে প্রথমে ব্যাটিং করে ৭ বার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ৫ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে শ্রীলঙ্কা ১ বারই জয় পেয়েছে। ৮ বার জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments