কোথায় গেল সব 2000 টাকার নোট? এপ্রসঙ্গে RTI-এর উত্তরে সামনে এল চমকপ্রদ তথ্য। যার ফলে 2000 টাকার নোট নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এল।অনেকেই বিষয়টি খেয়ালও করেছেন, যে বাজার থেকে ক্রমেই যেন গায়েব হয়ে যাচ্ছে 2000 টাকার নোট। কেন এমনটা হচ্ছে, তা নিয়ে অনেকে এতদিন প্রশ্ন তুললেও উত্তর পাওয়া যায়নি। কিন্তু এবার সামনে এল আসল তথ্য। সম্প্রতি, জানা গিয়েছে গত তিন বছরে (2019-20, 2020-21, 2021-22 আর্থিক বর্ষ) দেশে 2000 টাকার একটি নোটও ছাপা হয়নি।
যার ফলস্বরূপ 2000 টাকার নোটের সার্কুলেশন মোটেই দেশের সর্বত্র সমান নেই।প্রসঙ্গত, 2016 সালে সরকার নোটবন্দির সময় 500 এবং 1,000 টাকার নোট নিষিদ্ধ করার পরেই 2000 টাকার নোট বাজারে এনেছিল সরকার।RTI -এর তথ্য মোতাবেক, 2019-20, 2020-21 এবং 2021-22 বছরে 2000 টাকার কোনও নতুন নোট ছাপা হয়নি। 2016-17 আর্থিক বছরে 2,000 টাকার 3,5429.91 কোটি নোট ছাপানো হয়েছিল। 2017-18 সালে ছাপানো হয়েছিল 1115.07 কোটি নোট। 2018-19 সালে সেখানে ছাপানো হয় মাত্র 466.90 কোটি নোট।জাল নোটের সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
2016 থেকে 2020 সালের মধ্যে দেশে 2,000 টাকার জাল নোটের সংখ্যা 2,272 থেকে বেড়ে হয়েছে 2,44,834টি। রিপোর্ট বলছে, 2016 সালে দেশে 2000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল 2,272টি। 2017 সালে তা বেড়ে হয়েছে 74,898টি। 2018 সালে আবার উদ্ধার হওয়া জাল নোটের সংখ্যা ছিল 54,776টি। 2019 সালে এই উদ্ধার হওয়া নোটের সংখ্যা ছিল 90,566টি। 2020 সালে দেশ থেকে মোট 2,44,834টি নোট উদ্ধার হয়।NCRB-এর প্রদত্ত তথ্য অনুয়ায়ী।2000 টাকার জাল নোটগুলির মধ্যে 90 শতাংশেরও বেশি নিম্ন মানের। যার জেরে এই নোটগুলিকে ঠিক ভাবে লক্ষ্য করলেই সনাক্ত করা সম্ভব।😔