Home অভিনেতাকে প্রথম কোন দুই অভিনেতাকে প্রথম পছন্দ ডোনার?

কোন দুই অভিনেতাকে প্রথম পছন্দ ডোনার?

সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক আস্তে চলেছে।কয়েকদিন আগেই লভ প্রোডাকশনের (সৌরভ গাঙ্গুলির ছবির প্রযোজনা সংস্থা) প্রযোজক অঙ্কুর গর্গ জানিয়েছেন আগামী ৫-৬ মাসের মধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। সৌরভ নিজেও খুবই উত্তেজিত সেই নিয়ে। প্রশ্ন হলো যেকে অভিনয় করছেন দাদার চরিত্রে? সৌরভের কথায় ‘আলোচনা চলছে’।

কিন্তু মহরাজের পত্নী ডোনা (Dona Ganguly) এবার সেই নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে তার সাথে যোগাযোগ করা হয়। চলুন দেখে নেওয়া যাক ডোনার চোখে কে দাদার চরিত্রে অভিনয় করার যোগ্য।ডোনারও তো কাওকে পছন্দ হতে পারে, তিনি কে হবেন? এই প্রশ্নের উত্তরে তার স্পষ্ট জবাব, ‘‘আমার পছন্দ অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু তাঁরা তো ‘দাদা’র ২৪ বছরের ভূমিকায় মানাবেন না! ছবিতে ওঁর ওই বয়সটাই দেখানো হবে।

ফলে, ওই বয়সের উপযুক্ত যে অভিনেতা আছেন তাঁকেই বাছা বুদ্ধিমানের কাজ। আমার ধারণা, প্রযোজক-পরিচালকও সেটাই করবেন।’’ডোনাকে জিজ্ঞাসা করা হলে তার উত্তর, ‘‘এটা আমার থেকেও প্রযোজক-পরিচালক বেশি ভাল বুঝবেন। কারণ, ছবিটি তাঁরা বানাচ্ছেন। চিত্রনাট্য অনুযায়ী কাকে মানাবে, এটা আমার থেকেও তাঁদের অভিজ্ঞ চোখে বেশি ভাল ধরা পড়বে।’’ বেশ টানটান গলায় জবাব দেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments