ছবি দেখতে দেখতেই আচমকা হার্ট অ্যাটাক হয়। সিনেমা দেখতে দেখতেই মৃত্যু হল তাঁর।সদ্যই মুক্তি পেয়েছে অবতার-২ (Avatar 2) ছবিটি। সিনেমা হলে গিয়ে সেই ছবিটি দেখছিলেন এক যুবক।
ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের কাকিনাড়া জেলার পেদ্দাপুরম শহরে। মৃতের নাম লক্ষ্মীরেড্ডি শ্রীনু। ভাই রাজুকে নিয়ে পেদ্দাপুরমের একটি সিনেমা হলে সদ্য মুক্তিপ্রাপ্ত অবতার ২ ছবিটি দেখতে গিয়েছিলেন তিনি। ছবিটি দেখতে দেখতে আচমকাই সিটের মধ্যে লুটিয়ে পড়েন লক্ষ্মীরেড্ডি।
বিপদ বুঝে সঙ্গে সঙ্গেই দাদাকে নিয়ে পেদ্দাপুরমের সরকারি হাসপাতালে ছুটে যান রাজু। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যাওয়ায়, চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেড়ে গেছে। গতকাল, অর্থাত্ শুক্রবার মধ্যপ্রদেশে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল এক স্কুল ছাত্রের। ১২ বছর বয়সি ওই ছাত্রটি চতুর্থ শ্রেণীর পড়ুয়া ছিল।
দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবে বলে স্কুল বাসে উঠেছিল সে। বাসের ভিতরেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় ছাত্রটির। এর আগেও একই ঘটনা ঘটেছিল ২০১০ সালে ,অবতার ছবিটির প্রথম পার্ট দেখার সময় সিনেমা হলে মৃত্যু হয়েছিল ৪২ বছর বয়সি এক ব্যক্তির। চিকিত্সকেরা জানিয়েছিলেন, ওই ব্যক্তির উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তাই সিনেমা দেখার সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার কারণেই তাঁর হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছিলেন চিকিত্সকেরা।