Home করুন দশা কাঁচা বাদাম’ গায়ক বিখ্যাত ভুবন বাদ্যকরের নাম আজ কে না জানে? তবে...

কাঁচা বাদাম’ গায়ক বিখ্যাত ভুবন বাদ্যকরের নাম আজ কে না জানে? তবে তার এই করুন দশা কেনো?

আমাকে বাঁচান’, হাউমাউ করে কেঁদে সাহায্য চাইলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর ,তবে কেনো?শুধু বাংলা নয়, বলিউডের বহু তারকা তার ‘কাঁচা বাদাম’ গানের ছন্দে কোমর দুলিয়েছেন। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়ে তার কাঁচা বাদামের সুখ্যাতি। তবে খ্যাতির বিড়ম্বনায় এখন কঠিন পরিস্থিতি মুখে পড়েছেন সেই বাদাম কাকু (Badam Kaku)। আজ তার এমন অবস্থা যে তিনি তার নিজেরই গান গাওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন।বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের সাধারণ এক বাদাম বিক্রেতা ফেরিওয়ালার বিখ্যাত কাঁচা বাদাম গায়ক হয়ে ওঠার গল্পটা সকলেরই জানা। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিলেন তিনি।

একটি গান ভাইরাল হওয়ার সুবাদে গাড়ি, বাড়ি থেকে শুরু করে আইফোন, সবই পেয়েছিলেন। সেই সঙ্গে বাদাম বিক্রি ছেড়ে শুরু হয়েছিল তার নতুন পেশা, গান।তবে ভাগ্য বদলাতে খুব বেশি দেরি হয় না। ভাগ্য যেমন বাদাম কাকুকে একলাফে টিনের ছাউনি দেওয়া মাটির ভাঙাচোরা বাড়ি থেকে বের করে এনে রাজপ্রাসাদের মত অট্টালিকাতে তুলে দিয়েছিল, তেমন এখন তার বর্তমান অবস্থা জানলে চোখে জল আসবে আপনারও।

এখন রোজদিন চোখের জল ফেলতে হচ্ছে তাকে। চাইছেন সকলের সাহায্য।তিনি এখন তার নিজের বিখ্যাত গানটাই গাইতে পারছেন না। এমনকি তার অন্যান্য যে সকল গানে বাদাম শব্দটা আছে সেগুলিও কপিরাইটের ঝামেলায় পড়েছে। আর এমনটা হয়েছে বীরভূমের একটি সংস্থার সঙ্গে তার চুক্তির কারণে। পরিস্থিতি এখন এমনই যে রোজগার বন্ধ হতে বসেছে বাদাম কাকুর।বাদাম কাকু জানিয়েছেন গোপাল ঘোষ নামের এক ব্যক্তি ইংরেজিতে লেখা একটি চুক্তিপত্রে তাকে সই করিয়ে নিয়েছেন।

তার জন্য তিনি নগদ তিন লক্ষ টাকা পান। এছাড়া গান গেয়ে তার যে রোজগার হবে তাতে নাকি সাত শতাংশ পাবেন তিনি নিজে এবং ৪০ শতাংশ যাবে গোপাল নামের ওই ব্যক্তির ভাঁড়ারে। সোশ্যাল মিডিয়াতে গান পোস্ট করতে গেলেই কপিরাইটের আওতায় চলে আসছে সেই ভিডিও।এদিকে এই চুক্তির কারণে রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তার উপর আবার আছে চাঁদার জুলুমবাজি। যে কারণে তাকে তার সাধের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়েছে। এদিকে এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলাও করেছেন তিনি। তার আইনজীবী বলেছেন পড়াশোনা না জানায় প্রতারণা করে চুক্তিপত্র সই করানো হয়েছে তার মক্কেলকে। এই সমস্যা দূর না হলে ভবিষ্যতে আবার গান নিয়ে এগোনোর তার সম্ভাবনা বিশ বাঁও জলে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments