Home অভিনেতা সহ অভিনেতা হিসেবে কে বেশি কাছের? বিক্রম নাকি গৌরব?

সহ অভিনেতা হিসেবে কে বেশি কাছের? বিক্রম নাকি গৌরব?

এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় (Solanki Roy) অভিনীত সেই সিরিয়াল। দর্শকদের বেশ পছন্দের ঋদ্ধিমান এবং খড়ির দুষ্টু মিষ্টি জুটি। তাঁদের খুনসুটি, টক ঝাল মিষ্টি রসায়ন দেখে হাসি চেপে রাখা দায়। তবে বাস্তবে অভিনেত্রী শোলাঙ্কির ঋদ্ধিকে কতটা পছন্দের?গাঁটছড়া’র আগে শোলাঙ্কি স্টার জলসার আরও ২টি ধারাবাহিকে কাজ করেছেন। ‘ইচ্ছেনদী’ এবং ‘প্রথম কাদম্বিনী’তেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সুপারহিট হয়েছিল সেই দুই ধারাবাহিকও।

বিশেষত ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) সঙ্গে শোলাঙ্কির (Solanki Roy) রসায়ন দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল।ইচ্ছেনদী’ শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শকরা অনুরাগ-মেঘলার জুটিকে বেশ মিস করেন। তবে শোলাঙ্কির সহ অভিনেতা হিসেবে কাকে বেশি পছন্দ? ‘ইচ্ছেনদী’র বিক্রম নাকি ‘গাঁটছড়া’র ঋদ্ধিকে? সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।শোলাঙ্কি বলেন, তিনি খুবই ভাগ্যবান যে এত ভালো ভালো সহ অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। বিশেষ করে ‘ইচ্ছেনদী’র অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও দারুণ।

পর্দার অনুরাগের সঙ্গে মেঘলার বোঝাপড়াও দারুণ। আর ‘গাঁটছড়া’র ঋদ্ধির সম্বন্ধে কী মত অভিনেত্রীর?শোলাঙ্কি বলেন, টলিউড অভিনেতাদের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের হলেন উত্তম কুমার এবং বলিউডে তাঁর পছন্দ রণবীর সিং এবং রণবীর কাপুরকে। এছাড়া হলিউডের রবার্ট ডাউনি জুনিয়রকে খুব ভালোলাগে অভিনেত্রীর। আর ‘টাইটানিক’এর নায়ক লিওনার্দো দি ক্যাপ্রিও তো তাঁর চিরকালের প্রিয়। আর পছন্দের অভিনেত্রী কে? পর্দার খড়ি জানান, টলিউডের সাবিত্রী চট্টোপাধ্যায় এবং বলিউডের বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং আলিয়া ভাটকে সবচেয়ে পছন্দ তাঁর।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments