মোস্ট রোম্যান্টিক’ হিসাবে ক্যাটরিনার পছন্দ কে ?
বহু বছর আগে পরিচালক-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন ক্যাটরিনা ও অভিনেত্রী লারা দত্ত। সেখানে এক মজার প্রশ্নের জবাব দিতে গিয়ে সলমনকে ‘মোস্ট রোম্যান্টিক’ তকমা দিতেই চাননি ক্যাটরিনা। সলমনের বদলে তাঁর ভাই আরবাজ খানকে এই তকমা দিয়েছিলেন নায়িকা।বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতলেও সলমন-ক্যাটরিনা জুটির মায়াজাল থেকে বেরোতে পারেনি সিনে দুনিয়া।
কিন্তু এই জুটির রসায়ন নিয়ে যতই চর্চা হোক না কেন, ক্যাটরিনার চোখে সলমন নাকি রোম্যান্টিক নন!২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এর এক পর্বে সলমন খান ও তাঁর দুই ভাই আরবাজ ও সোহেলের মধ্যে কে সবচেয়ে বেশি রোম্যান্টিক, তা জানতে চান করণ। প্রশ্ন শুনেই ক্যাটরিনার পাশে বসে লারা বলেন, ‘‘দয়া করে বলো, সলমন।’’ লারার এই কথা শুনে ক্যাটরিনা সটান ‘না’ বলে দেন। তার পরই ক্যাট বলেন, ‘‘আমার মনে হয় আরবাজ।’’ যে উত্তর শুনে হেসে ফেলেছিলেন সকলে।সলমনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন নায়িকা।
পর্দায় তাঁদের রসায়নে মজেছে আসমুদ্রহিমাচল। পর্দার রোম্যান্স ছাপ ফেলেছিল বাস্তব জীবনেও। সলমন-ক্যাটরিনার প্রেম নিয়ে বিস্তর চর্চা চলেছিল। যদিও সম্পর্ক নিয়ে কখনই কেউ মুখ খোলেননি। গত বছরের শেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা। আগামী দিনে ‘টাইগার ৩’ ছবির হাত ধরে আবারও রুপোলি পর্দায় দেখা যাবে সলমন-ক্যাটরিনা জুটি।