Home কলকাতা কলকাতা চলচ্চিত্র উৎসবে কারা কারা থাকছেন।

কলকাতা চলচ্চিত্র উৎসবে কারা কারা থাকছেন।

আগামী ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। বিগত কয়েক বছর উদ্বোধনী মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের উপস্থিতি ছিল নিয়মমাফিক। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খানের কাছে যে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছেছে সে খবর আগেই জানা গিয়েছিল। এমনকি, উদ্বোধনী মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা।সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন রানি মুখোপাধ্যায় ও অরিজিৎ সিংহ। আমন্ত্রণ জানানো হয়েছে কুমার শানুকে।

এ ছাড়াও বলিউড পরিচালক মহেশ ভট্ট ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা উপস্থিত থাকবেন বলে খবর।এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের ১৯ তম বছরে উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়। ২০১৯ সালে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মহেশ। সৌরভকেও এর আগে উৎসবের মঞ্চে দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর বলিউডে রানি মুখোপাধ্যায়ের ২৫ বছর সম্পূর্ণ হয়েছে। তাই এ বারে রানিকে আমন্ত্রণ জানানো প্রাসঙ্গিক বলেই মনে করছে টলিপাড়ার একাংশ। বাঙালিদের মধ্যে অরিজিৎকে ঘিরে উন্মাদনা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।এই বছর অমিতাভ বচ্চন ৮০ বছর পূর্ণ করলেন। সূত্রের খবর, তাই উদ্বোধনী মঞ্চে বিগ বি-কে বিশেষ সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভকে শ্রদ্ধা জানাতেই উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে চূড়ান্ত হয়েছে ‘অভিমান’। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত এবং হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্যচরিত্রে অভনিয় করেছিলেন অমিতাভ ও জয়া। অমিতাভকে কেন্দ্র করে নন্দন চত্বরে একটি বিশেষ প্রদর্শনীর কথাও ভাবছে উৎসব কর্তৃপক্ষ। গত বছর উৎসবে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিয়েছিলেন বলিউড পরিচালক সুজিত সরকার। বিগত দু’বছর অতিমারির জন্য বলিউডের কোনও অতিথিকে নিয়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। কিন্তু এ বারে পুনরায় কলকাতা চলচ্চিত্র উৎসব চেনা ছন্দে ফিরছে। ৮ দিন ব্যাপী কলকাতা চলচ্চিত্র উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments