Home কামড় লড়াই কুমিরের, ‘ব্যাটল অফ দ্য টাইটানস’-এ জিতল কে?

লড়াই কুমিরের, ‘ব্যাটল অফ দ্য টাইটানস’-এ জিতল কে?

ভিডিয়োতে দেখতে পাওয়া যায়, নদীর জলের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়েছিল এক সিংহী। ধীরে ধীরে ওই জলেই সাঁতার কেটে অন্য পারে যাচ্ছিল সে। কিন্তু তার অলক্ষ্যেই তাকে ধাওয়া করে এক কুমির। কিছু ক্ষণ পিছু করার পর সুযোগ বুঝে সিংহীর গলায় কামড় বসিয়ে দিল কুমিরটি।

তার পর আর কী! এক টানে জলের ভিতরে নিয়ে চলে গেল জঙ্গলের রানিকে। তিন সেকেন্ড সময়ের মধ্যে খেল খতম।মনের সুখে নদীর জলে সাঁতার কাটছিল সিংহী। ধীরে ধীরে শরীরটাও জলের অনেকটা নীচে ডুবতে শুরু করেছে। আচমকা পিছন থেকে গলায় হ্যাঁচকা টান। কিছু বোঝার আগেই জলের ভিতর তলিয়ে গেল সিংহী।

সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে আসায় নেটব্যবহারকারীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।সিংহীকেও যে কুমির এমন বাগে আনতে পারে তা ধারণা ছিল না অনেকেরই। এই ভিডিয়ো প্রকাশ্যে আসায় এক জনৈক ব্যক্তি একে ‘ব্যাটল অফ টাইটানস’-এর সঙ্গে তুলনা করেছেন। আরও এক নেটব্যবহারকারী অবাক হয়ে জানিয়েছেন, এমন ঘটনা ঘটতে পারে তা কখনও ভাবেননি তিনি। ইতিমধ্যে এই ভিডিয়োটি প্রায় তিন লক্ষ মানুষ দেখেও ফেলেছেন।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments