স্পাইসজেটের এক পাইলট প্লেন ওড়ানোর আগে হিন্দিতে ঘোষণা করলেন। দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল সেই বিমান। বিমানের মধ্যে সেই ঘোষণার ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। মাতৃভাষায় ঘোষণা করার জন্য নেটিজেনদের থেকে বাহবা কুড়োন পাইলট মোহিত তেওটিয়া। এই বার তেমনই আরেকজন পাইলটের ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। সেখানে তাঁকে বিমানের একটি নিয়ম বোঝাতে দেখা যায়।
কী ছিল সেই নিয়ম? ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বিমানের জানালা খোলা রাখার নির্দেশ কেন দেওয়া হয়, তা নিয়ে বলছেন পাইলট। মুখের কাছে টেলিফোনের মতো একটি যন্ত্র নিয়ে সে কথা বুঝিয়ে বলছেন তিনি। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন,‘কারণটা জানলে ঠিকমতো দায়িত্ব পালন করতে সুবিধা হয়।’ সে কারণেই ভিডিয়োতে কারণ বুঝিয়ে বলছেন তিনি।
হিন্দিতে তিনটি কারণের কথা বুঝিয়ে বলেন তিনি। প্রথম কারণ হিসেবে বলেন, বাইরের আলো বা অন্ধকারের সঙ্গে যাতে চোখ সয়ে যায়। দ্বিতীয় কারণ ছিল বাইরে কোনও এক্সিট ব্লক থাকলে সেটা যাতে দেখা যায়। কোনও কারণে বিমান থেকে সবাইকে উদ্ধার করতে হলে যাতে সহজে কম সময়ে তা করা যায়। তৃতীয় কারণটি অবশ্য বেশ মজা করেই বলা হয়। তিনি বলেন, ফেসবুক ইনস্টাগ্রামে যাতে উড়ে যাওয়ার ছবি শেয়ার করতে পারেন তার জন্যও জানালা খোলা রাখা দরকার। অবশ্য কথাটি বলেই বেশ হেসে ওঠেন তিনি।