Home উচিত ওড়ার সময় কেন বিমানের জানালা খোলা উচিত? হিন্দিতে বুঝিয়ে বললেন বিমানের পাইলট।...

ওড়ার সময় কেন বিমানের জানালা খোলা উচিত? হিন্দিতে বুঝিয়ে বললেন বিমানের পাইলট। ভাইরাল হল সেই ভিডিয়ো।

স্পাইসজেটের এক পাইলট প্লেন ওড়ানোর আগে হিন্দিতে ঘোষণা করলেন। দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল সেই বিমান। বিমানের মধ্যে সেই ঘোষণার ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। মাতৃভাষায় ঘোষণা করার জন্য নেটিজেনদের থেকে বাহবা কুড়োন পাইলট মোহিত তেওটিয়া। এই বার তেমনই আরেকজন পাইলটের ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। সেখানে তাঁকে বিমানের একটি নিয়ম বোঝাতে দেখা যায়।

কী ছিল সেই নিয়ম? ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, বিমানের জানালা খোলা রাখার নির্দেশ কেন দেওয়া হয়, তা নিয়ে বলছেন পাইলট। মুখের কাছে টেলিফোনের মতো একটি যন্ত্র নিয়ে সে কথা বুঝিয়ে বলছেন তিনি। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন,‘কারণটা জানলে ঠিকমতো দায়িত্ব পালন করতে সুবিধা হয়।’ সে কারণেই ভিডিয়োতে কারণ বুঝিয়ে বলছেন তিনি।

হিন্দিতে তিনটি কারণের কথা বুঝিয়ে বলেন তিনি। প্রথম কারণ হিসেবে বলেন, বাইরের আলো বা অন্ধকারের সঙ্গে যাতে চোখ সয়ে যায়। দ্বিতীয় কারণ ছিল বাইরে কোনও এক্সিট ব্লক থাকলে সেটা যাতে দেখা যায়। কোনও কারণে বিমান থেকে সবাইকে উদ্ধার করতে হলে যাতে সহজে কম সময়ে তা করা যায়। তৃতীয় কারণটি অবশ্য বেশ মজা করেই বলা হয়। তিনি বলেন, ফেসবুক ইনস্টাগ্রামে যাতে উড়ে যাওয়ার ছবি শেয়ার করতে পারেন তার জন্যও জানালা খোলা রাখা দরকার। অবশ্য কথাটি বলেই বেশ হেসে ওঠেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments