Home খবর পৃথিবীতে নাকি ভিন্‌গ্রহীরা নামবে ডিসেম্বরেই সম্পূর্ন বিষয়টি চলুন যেনে নেওয়া যাক।

পৃথিবীতে নাকি ভিন্‌গ্রহীরা নামবে ডিসেম্বরেই সম্পূর্ন বিষয়টি চলুন যেনে নেওয়া যাক।

সম্প্রতি টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন জনৈক ব্যবহারকারী। টিকটক অ্যাকাউন্ট অনুযায়ী তাঁর নাম, ইনো অ্যালারিক। পোস্ট করা ভিডিয়োতে তিনি দাবি করেছেন, তিনি ভবিষ্যৎ থেকে এসেছেন। অতীত বা ভবিষ্যতে তিনি যাতায়াত করতে পারেন বলেও দাবি করেছেন। তার পরেই পৃথিবীতে পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে বলে জানিয়েছেন তিনি।সাবধান! আমি এক জন সত্যিকারের টাইম ট্র্যাভেলর।

২৬৭১ সাল থেকে এসেছি। আগামী পাঁচটি তারিখ সকলে মনে রাখুন।’আগামী ৮ ডিসেম্বর বিশাল এক মহাকাশযানে চড়ে পৃথিবীর মাটিতে নামবে ভিন্গ্রহীরা। পৃথিবীর মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, ভিন্‌গ্রহীদের আগমনের আগে অবিকল পৃথিবীর মতো একটি নতুন গ্রহ আবিষ্কার করবে নাসার জেমন ওয়েব টেলিস্কোপ। আগামী ৩০ নভেম্বর সেই আবিষ্কারের কথা জানা যাবে।এর পরের ঘটনাটি ঘটবে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি।

ভবিষ্যদ্বাণীতে আরও দাবি করা হয়েছে, সে দিন ৪ জন কিশোর মিলে এক অতি প্রাচীন ধ্বংসাবশেষ থেকে খুঁজে বার করবে এমন একটি যন্ত্র, যা নাকি অন্যান্য ছায়াপথে (গ্যালাক্সি) যাওয়ার গোপন পথ বলে দেবে।এর আগেও এই ব্যক্তি নিজেকে টাইম ট্র্যাভেলর হিসাবে দাবি করে একাধিক আজগুবি ভবিষ্যদ্বাণী করেছেন বলে দাবি। তার কোনওটাই কাজে লাগেনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments