মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ সেপটিক ট্রাঙ্ক থেকে অঞ্জাত পরিচিত এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কড়াকাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে কড়াকাটি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি কিনে ফেলে রেখে ছিল।সেই বাড়িটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত ছিল।বর্তমানে বাড়ির মালিক অনুপ গুপ্তা।
এদিন বাড়ির মালিক কিছু শ্রমিক লাগিয়ে কাজ শুরু করে।সেই সময় বাড়িতে থাকা সেপটিক ট্যাঙ্কের জল তুলে পরিষ্কার করার জন্য কাজ শুরু করেন।সেখানেই কাজের লেবার ছোট্টু নস্কর সেপটিক ট্যাঙ্কে নামতেই চক্ষু চড়ক গাছ। একটি মহিলার মৃত দেহ দেখতে পায় ট্যাঙ্কের মধ্যে।
https://www.facebook.com/230205334351193/videos/211689083902346
তারা সাথে সাথে ক্যানিং থানায় পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ অঞ্জাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানান একটি মহিলার দেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে।তার নাম,ঠিকানা এবং বয়স জানা যায়নি। তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।