Home খবর কাজ করেন পরিচারিকার, ব্যাঙ্কে ঢুকল প্রায় ২ কোটি

কাজ করেন পরিচারিকার, ব্যাঙ্কে ঢুকল প্রায় ২ কোটি

হঠাৎ তাঁর ব্যাঙ্ক অ্যাকউন্টে ঢুকল ১ কোটি ৮০ লক্ষ টাকা। শুধু তাই নয়, কিছু ক্ষণের মধ্যে উধাও হয়ে যায় সেই টাকা। এই বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেনের তদন্ত করতে বৃদ্ধার দুয়ারে হাজির ঝাড়খণ্ডের পুলিশ। টালির ভাড়া বাড়ি। ঘরে নুন পান্তা ফুরোয়। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনও রকমে নিজের পেট চালান বৃদ্ধা।এই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায়।

বৃহস্পতিবার বিকেলের দিকে আচমকাই জগদ্দল থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুশীলা কাহার নামে ওই বৃদ্ধার বাড়িতে এসে হাজির হয় রাঁচীর পুলিশ। স্থানীয়দের একাংশ জানান, ওই ১ কোটি ৮০ লক্ষ টাকা অ্যাকাউন্টে কী ভাবে এল, সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হয় বৃদ্ধা। বেশ কিছু নথিও দেখতে চাওয়া হয়। বৃদ্ধা অবশ্য পুলিশকে জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বৃদ্ধার বাড়ির অবস্থা, তাঁর সম্পত্তির বহর দেখার পর অবশ্য বেশি ক্ষণ সেখানে দাঁড়ায়নি রাঁচীর পুলিশ।

ওই বৃদ্ধার নাতনি নিশা কুমারী জানান, ঠাকুমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢোকার খবর শুনেই তিনি চলে এসেছেন। তাঁর কথায়, ‘‘আমাদের বাড়িতে কেউ এমন কাজ করেন না যে এত টাকা চলে আসবে।’’ এই বিপুল পরিমাণ লেনদেনের জেরে তাঁর ঠাকুমাকে যাকে বিপদে পড়তে না হয়, প্রশাসনের কাছে তাঁর আর্জি জানিয়েছেন নিশা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments