Home international news বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এটাই ম্যালেরিয়া টিকায় বিশ্বে প্রথম ছাড়পত্র । ম্যালেরিয়ার ভ্যাকসিনের নাম “আরটিএস, এস/এএস জিরো ওয়ান” । যার প্রচলিত নাম “মস্কুইরিক্স” ।

 

 

 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয় । মূলত আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়া অতিমারীর চেহারা নেয় ।

 

 

 

 

বুধবার সোশ্যাল মিডিয়ায় লাইভ হওয়া এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হু-এর মহাসচিব তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । শিশুদের জন্য বহু প্রতীক্ষিত এই ম্যালেরিয়া ভ্যাকসিন । এই ভ্যাকসিন বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী প্রমাণিত হবে । ম্যালেরিয়া প্রতিরোধে বিদ্যমান মাধ্যমগুলির সঙ্গে এই ভ্যাকসিন ব্যবহার করলে প্রতি বছর হাজার হাজার তরুণের জীবন বাঁচাতে পারে । পাঁচমাস বয়স থেকে ম্যালেরিয়া টিকার প্রয়োগ শুরু করা যাবে । নিতে হবে চারটি ডোজ ।”

 

 

 

 

 

২০১৯ থেকে ঘানা, কেনিয়া এবং মালাউইয়ের মতো দেশে ম্যালেরিয়া ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল । বছরদুয়েক পর মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন।

 

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments