নানা কাজ নিয়েই আপনি ব্যস্ত হয়ে আছেন? কিন্তু এর মধ্যে নিজের যত্ন নিতে হবে তো। যাতে বিয়ের দিন কনের জেল্লা দেখে সবার তাক লেগে যায়।পার্লরে গিয়েও বেশ কিছু টাকা খরচ করেন। ফেসিয়াল করানো থেকে শুরু করে নানা স্ক্রিন ট্রিটমেন্টও করেন অনেকে। তবে বাড়িতে ত্বকের সামান্য যত্ন নিতে পারলেও কিন্তু প্রশংসা শোনার মতো জেল্লা পাবেন আপনি। অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই সাধারণ একটি স্কিনকেয়ার রুটিন প্রতিদিন মেনে চলুন।
এতে ত্বক ভালো থাকে। জেল্লাও হয় দেখার মতো।প্রতিদিন সকালে উঠেও যেমন মুখ পরিষ্কার করতে হবে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও এই স্কিনকেয়ার রুটিন ভুললে চলবে না।ক্লিনজার-টোনার-ময়শ্চারাইজার থাকবে আপনার স্কিনকেয়ার রুটিনে। এছাড়াও আপনি ফেস সিরাম ব্যবহার করতে পারেন। দিনের বেলা বেরনোর সময়ে সানস্ক্রিন ব্যবহার করবেন। নাহলে ট্যান পড়তে খুব বেশি সময় লাগবে না।শীতকাল তাই নতুন করে এই ময়শ্চারাইজার লাগানোর কথা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই!
টোনার লাগানোর পরেই অবশ্য়ই মুখে এই ময়শ্চারাইজার লাগিয়ে নিন। সারা বছর জেল ময়শ্চারাইজার ব্যবহার করলেও, এই সময়ে অবশ্যই ক্রিম ব্যবহার করুন। তবে আপনার ত্বক অ্যাকনে প্রোন হলে কিংবা ত্বকের ধরন তৈলাক্ত হলে জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। আর এটি আপনার ত্বকের জন্যেও খুব ভালো। ঘুম থেকে উঠে ও রাতে শুতে যাওয়ার আগে অবশ্য়ই ময়শ্চারাইজার লাগিয়ে নিন।