রাইটার্স বিল্ডিং এ কর্মরত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে
গড়িয়া পাঁচপোতা বাড়ি৷ নাম কল্যাণ বিশ্বাস। রাজ্য সরকারের কর্মরত কর্মী,রাইটার্স বিল্ডিংয়ে ছিলেন। ভোর রাত সাড়ে তিনটা নাগাদ দেখেন গেটের গ্রিলের সাথে দড়ির সাহায্যে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। পারিবারিক সূত্রে খবর শ্বশুরের শরীর খারাপ থাকায়। তাই কদিন শ্বশুরের সাথেই ঘুমাচ্ছিলেন তিনি। বুধবার ভোররাতে স্ত্রী অঞ্জনা বিশ্বাস উঠে দেখেন ঝুলন্ত অবস্থায় কল্যান বাবু আছেন।
রাইটার্স বিল্ডিং-এ কর্মরত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ( দক্ষিণ 24 পরগনা )
রাইটার্স বিল্ডিং-এ কর্মরত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ( দক্ষিণ 24 পরগনা )
Gepostet von ACN Life News am Mittwoch, 19. August 2020
তড়িঘড়ি নরেন্দ্রপুর থানায় খবর দেয়া হয় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। মময়নাতদন্তের জন্য পাঠানো হবে।