অভিষেক চ্যাটার্জী থেকে শুরু করে টোটা রায় চৌধুরী, যিশু সেনগুপ্তরা (Jishu Sengupta) দক্ষতা থাকা সত্ত্বেও তেমন সুযোগ না পেয়ে হারিয়ে যেতে বসেছিলেন ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু আজ যিশু সেনগুপ্তকে গোটা দেশের মানুষ চেনে।টলিউডের (Tollywood) এই অভিনেতা শুধু নিজে অভিনয় করছেন এমনটা নয়, তার পরিবারের প্রায় সকলেই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তার স্ত্রী নীলাঞ্জনা শর্মাও টলিউডে ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন এক সময়। এখন স্বামী-স্ত্রী মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।
আর যিশু সেনগুপ্তের বড় মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta) এরই মধ্যে টলিউডে নিজের অভিষেক ঘটিয়েছে।তিনি শিশু শিল্পী হিসেবে সৃজিত মুখার্জীর ছবিতে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটিয়েছেন। প্রাপ্তবয়স্ক না হলেও নায়িকা হিসেবে টলিউডে তার অভিষেক হয়েছে। মেয়েকে নিয়ে তাই ভীষণ গর্বিত বাবা। এখন থেকেই যিশু সেনগুপ্তর মেয়েকে হাজার হাজার মানুষ ফলো করছেন ইনস্টাগ্রামে।সোশ্যাল মিডিয়াতে এখন সারার অনুরাগীর সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।
আপাতত অভিনয় থেকে ধ্যান সরিয়ে পড়াশোনার উপর মনোনিবেশ করেছেন যিশু সেনগুপ্তের কন্যা। তবে সৃজিত মুখার্জীর ‘উমা’ ছবির পর থেকে তার বেশ সুনাম হয়েছে।