Home কাতর আর্জি কাতর আর্জি মোদী সরকারের পুত্রহারা মন্ত্রীর যা শুনলে আপনি অবাক হবেন।

কাতর আর্জি মোদী সরকারের পুত্রহারা মন্ত্রীর যা শুনলে আপনি অবাক হবেন।

শনিবার উত্তরপ্রদেশের লাম্ভুয়া বিধানসভা কেন্দ্রের নেশামুক্তি সংক্রান্ত আলোচনা সভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী কৌশল। সেখানেই তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “প্রয়োজনে রিকশাচালক কিংবা মুটেমজুরের সঙ্গে বিয়ে দিন, কিন্তু উচ্চপদস্থ সরকারি চাকুরে যদি মাতাল হয়, তবে তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না।

” এই প্রেক্ষিতেই নিজের ছেলের প্রসঙ্গ টেনে আনেন তিনি। কৌশলের পুত্র আকাশ ২০১৯ সালের অক্টোবর মাসে মারা যান। তার কিছু বছর আগেই ছেলের বিয়ে দিয়েছিলেন মন্ত্রী। কৌশল-পুত্র যখন মারা যান, তখন তাঁর ছেলের বয়স মাত্র দুই।প্রসঙ্গে নিজের অকালপ্রয়াত পুত্রের কথাও জানিয়েছেন তিনি। মন্ত্রী নিজেই জানিয়েছেন তাঁর পুত্র বন্ধুদের সঙ্গে মদ খেয়ে খেয়ে মারা গিয়েছেন।

তাই সকলের উদ্দেশে তাঁর আর্জি, কেউ মদ খাবেন না।মদ যে শরীরের কত ক্ষতি করে, সে কথা বোঝাতে গিয়ে মন্ত্রী জানান, তাঁর স্বাস্থ্যবান ছেলেকে তিনি এবং তাঁর বিধায়ক স্ত্রী হাজার চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারেননি। প্রতি বছর দেশে লক্ষাধিক মানুষ শুধু মদ খেয়ে মারা যান। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রামে লড়াই করে ৭ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কৌশল এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার ছেলের নিয়মিত মদ খাওয়ার অভ্যাস ছিল। প্রায়ই ও বন্ধুদের সঙ্গে মদ্যপান করত। বিয়ে দেওয়ার পরেও ও মদ ছাড়েনি। ওর প্রয়াণে আমার পুত্রবধূকে অকালে বিধবা হতে হল।”

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments