Home জানলে অবাক রেলের স্টেশন মাস্টারদের বেতন কত,জানলে অবাক হবেন।

রেলের স্টেশন মাস্টারদের বেতন কত,জানলে অবাক হবেন।

প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। শুধু যাতায়াত নয় এর পাশাপাশি পণ্য সরবরাহ করার ক্ষেত্রেও রেল পরিষেবার গুরুত্ব অপরিসীম।ভারতীয় রেলে যে সকল গুরুত্বপূর্ণ পদ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ হলো স্টেশন মাস্টার (Station Master)। গুরুত্বপূর্ণ এই পদটি সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা থাকলেও তাদের বেতন কত হতে পারে এবং কি কি সুবিধা পান তা অনেকের অজানা।

আর এই অজানা বিষয়টি জানলে অবাক হতে হয় আপনাকেও।RRB NTPC পরীক্ষার মধ্য দিয়ে বেছে নেওয়া হয় স্টেশন মাস্টারদের। এই স্টেশন মাস্টারদের যা বেতন হয়ে থাকে তা ২০১৯ সালের NTPC নিয়োগ অনুসারে জানা গিয়েছে, বেসিক স্যালারি হয়ে থাকে ৩৫ হাজার ৪০০ টাকা। এটি হলো সপ্তম বেতন স্কেল কমিশনের অধীনে লেভেল ৬-এর পে স্কেল। এর পাশাপাশি স্টেশন মাস্টারদের বিভিন্ন রকম ভাতা দেওয়া হয়।

যেমন মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা, এইচআরএ সহ আরও অনেক কিছু। বেসিক স্যালারি ৩৫,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা, ডিএ ১২,০৩৬ টাকা, Travel Allowance ২,০১৬ টাকা, HRA ৩,১৮৬ টাকা। এসব মিলে মোট বেতন দাঁড়ায় ৫৬,৮৩৮ টাকা। রাত্রিকালীন শিফট অনুযায়ী আলাদা ভাতা দেওয়া হয়। সব মিলিয়ে বেতন দাঁড়ায় ৫৫ হাজার টাকার বেশি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments