Home খবর চুঁচুড়ায় পুলিশের জালে মুর্শিদাবাদের যুবক,ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্ট লাইসেন্স,

চুঁচুড়ায় পুলিশের জালে মুর্শিদাবাদের যুবক,ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্ট লাইসেন্স,

চুঁচুড়ায় পুলিশের জালে মুর্শিদাবাদের যুবক,ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্ট লাইসেন্স,।

শুক্রবার সন্ধায় চুঁচুড়ার ফার্ম সাইড রোডে হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে গিয়েছিলেন রাজা। ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়ার আবেদন জানান তিনি। রাজ্য ফার্মাসি কাউন্সিল থেকে যে শংসাপত্র দেওয়া হয়, তা ড্রাগ কন্ট্রোল অফিসে দেখিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের দেওয়া সেই ‘শংসাপত্র’ খতিয়ে দেখতেই ধরা পরে যে সেটি জাল।ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বার করতে গিয়ে হুগলির চুঁচুড়ায় ধৃত এক যুবক। ধৃতের নাম মহম্মদ রাজা। বাড়ি মুর্শিদাবাদে।

পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী একটি শংসাপত্র এক জন ফার্মাসিস্ট ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে শংসাপত্রের পিছনে কোন ওষুধের দোকানে সেটি ব্যবহার করা হবে তা লিখে সিল দিয়ে দেওয়া হয়। শংসাপত্রে কাউন্সিলের রেজিস্ট্রারের সই থাকে। সেই সই দেখে সন্দেহ হয় ড্রাগ কন্ট্রোল অফিসের কর্মীদের। হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নীলেন্দু মণ্ডল, ‘‘শংসাপত্র দেখেই সন্দেহ হয়েছিল আমাদের। তার পর সেটি ভালো করে খতিয়ে দেখা হয়। কম্পিউটারে তথ্য পরীক্ষা করা হয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় টালিগঞ্জের একটি কলেজ থেকে ফার্মাসি নিয়ে পড়েছে।’

’এর পিছনে একটা বড় চক্র আছে। চুঁচুড়া থানার তরফে শনিবার রাজাকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তদন্তকারীদের দাবি, ওই জাল শংসাপত্র তৈরির একটা চক্র কাজ করছে। জাল শংসাপত্র বানিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বার করে ভাড়া খাটানো হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘অভিযুক্ত যুবকের সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িত আছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাদের সন্ধান চালানো হবে।’’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments