Home burdwan news দিলীপের সামনেই ক্ষোভ প্রকাশ যুব মোর্চার নেতার

দিলীপের সামনেই ক্ষোভ প্রকাশ যুব মোর্চার নেতার

পূর্ব বর্ধমান, ১৩ জুলাই : দিলীপ ঘোষের সামনেই প্রকাশ্যে দলীয় কোন্দল । এদিন পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় দলীয় বৈঠক । সেই বৈঠকে যোগ দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সেই সময় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলা যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। যদিও পরে তিনি দাবি করেন, সবকিছু মিটে গেছে ।

 

 

 

 

 

 

জানা গেছে, সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন বর্ধমানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন দিলীপ ঘোষ। অভিযোগ, তখনই বাইরে হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। রাজ্য সভাপতিকে তাঁর কিছু কথা বলার আছে বলে দাবি করেন তিনি। যদিও অন্য বিজেপি কর্মীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। ফলে বাইরেই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল গোস্বামী। দিলীপ ঘোষ একাধিক বার তাঁর বাড়িতেও এসেছেন বলে দাবি জানান ইন্দ্রলীন গোস্বামী । যদিও এই বিষয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ ।

 

 

 

 

 

 

 

 

 

এদিন দলীয় বৈঠকে বক্তব্য় রাখার পর তিনি বলেন, “নির্বাচনের পর এই প্রথম দলীয় কার্যকারনী বৈঠক করতে বর্ধমানে এলাম । ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বলেন বিজেপি নেতাদের ।” দিলীপ ঘোষ আরও বলেন, “বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় । বিজেপি হিংসার শিকার ।”

Most Popular

মালদহের গৃহশিক্ষক এ বার বিডিও হওয়ার পথে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

সোনার দুর্গা মিললো একটি গ্রামে,তবে গ্রামবাসী দিতে নারাজ প্রশাসন কে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

অর্পিতার বললেন,অসুস্থ আমি! কী কী অসুখ হলো তার?

  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি সেই অর্পিতাকে হাজির করানো হয়। নিজের শারীরিক অসুস্থতার কথা...

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

Recent Comments