পূর্ব বর্ধমান, ১৩ জুলাই : দিলীপ ঘোষের সামনেই প্রকাশ্যে দলীয় কোন্দল । এদিন পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় দলীয় বৈঠক । সেই বৈঠকে যোগ দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সেই সময় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলা যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। যদিও পরে তিনি দাবি করেন, সবকিছু মিটে গেছে ।
জানা গেছে, সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন বর্ধমানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন দিলীপ ঘোষ। অভিযোগ, তখনই বাইরে হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। রাজ্য সভাপতিকে তাঁর কিছু কথা বলার আছে বলে দাবি করেন তিনি। যদিও অন্য বিজেপি কর্মীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। ফলে বাইরেই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল গোস্বামী। দিলীপ ঘোষ একাধিক বার তাঁর বাড়িতেও এসেছেন বলে দাবি জানান ইন্দ্রলীন গোস্বামী । যদিও এই বিষয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ ।
এদিন দলীয় বৈঠকে বক্তব্য় রাখার পর তিনি বলেন, “নির্বাচনের পর এই প্রথম দলীয় কার্যকারনী বৈঠক করতে বর্ধমানে এলাম । ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বলেন বিজেপি নেতাদের ।” দিলীপ ঘোষ আরও বলেন, “বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় । বিজেপি হিংসার শিকার ।”