Home burdwan news দিলীপের সামনেই ক্ষোভ প্রকাশ যুব মোর্চার নেতার

দিলীপের সামনেই ক্ষোভ প্রকাশ যুব মোর্চার নেতার

পূর্ব বর্ধমান, ১৩ জুলাই : দিলীপ ঘোষের সামনেই প্রকাশ্যে দলীয় কোন্দল । এদিন পূর্ব বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় দলীয় বৈঠক । সেই বৈঠকে যোগ দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সেই সময় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলা যুব মোর্চার নেতা ইন্দ্রনীল গোস্বামী। যদিও পরে তিনি দাবি করেন, সবকিছু মিটে গেছে ।

 

 

 

 

 

 

জানা গেছে, সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন বর্ধমানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন দিলীপ ঘোষ। অভিযোগ, তখনই বাইরে হট্টগোল শুরু করেন জেলা যুব মোর্চার সহ-সভাপতি ইন্দ্রনীল গোস্বামী। রাজ্য সভাপতিকে তাঁর কিছু কথা বলার আছে বলে দাবি করেন তিনি। যদিও অন্য বিজেপি কর্মীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। ফলে বাইরেই চিৎকার শুরু করেন ইন্দ্রনীল গোস্বামী। দিলীপ ঘোষ একাধিক বার তাঁর বাড়িতেও এসেছেন বলে দাবি জানান ইন্দ্রলীন গোস্বামী । যদিও এই বিষয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ ।

 

 

 

 

 

 

 

 

 

এদিন দলীয় বৈঠকে বক্তব্য় রাখার পর তিনি বলেন, “নির্বাচনের পর এই প্রথম দলীয় কার্যকারনী বৈঠক করতে বর্ধমানে এলাম । ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বলেন বিজেপি নেতাদের ।” দিলীপ ঘোষ আরও বলেন, “বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় । বিজেপি হিংসার শিকার ।”

Most Popular

ইন্টারনেটের গতি ফোর জি-র ১০০ গুণ

পঞ্চম প্রজন্মে পা রাখল দেশের মোবাইল প্রযুক্তি। শনিবার দিল্লিতে ফাইভ জি প্রযুক্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ফাইভ জি প্রযুক্তির হাত ধরে দেশের টেলিকম ব্যবস্থা...

অন্যের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা, ভাইরাল এমএমএস… বিতর্কে জর্জরিত প্রাক্রুতি এ বার বিগ বসে

বিগ বস’-এর নতুন পর্বে অংশগ্রহণ করছেন প্রাক্রুতি মিশ্র। ওড়িয়া এই অভিনেত্রী তাই গত কয়েক দিন ধরে নতুন করে চর্চায় উঠে এসেছেন। এমএমএস বিতর্ক থেকে...

১ অক্টোবর অর্থাৎ আজ থেকে লাগু হবে নিয়ম আচমকাই টিকিটের দাম দ্বিগুণ করল রেল!

একই সময়ে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে দক্ষিণ রেলওয়ে (Southern Railways) প্ল্যাটফর্ম টিকিটের মূল্য দ্বিগুণ করেছে। অর্থাৎ ১০ টাকায় পাওয়া প্ল্যাটফর্ম টিকিটের...

গ্রেফতার কীর্তিমান ২ ডজন বিয়ে করে।

কাজের খোঁজে নানা এলাকায় ঘুরে বেড়াত। নিজের পরিচয় দিত জেসিবি চালক হিসাবে। এমনকী নিজেকে অনাথ বলেও দাবি করত। ভুয়ো পরিচয়, ভুয়ো আধার কার্ড তৈরি...

Recent Comments