টলিউডের এই দুই হেভিওয়েট তারকার বিয়ে ভাইরাল হয়েছিল গণমাধ্যমে।২০১৮ তে বেশ জাকজমক পূর্ন ভাবে বিয়ে করেন তারা।তাদের সেই বিয়ের দুই বছর পর, দুই থেকে বেড়ে ৩ জন হলেন রাজ-শুভশ্রী।
আর সেই ছেলের নাম রেখেছেন ইউভান।তবে এখন প্রশ্ন হলো এই যে এই নামের মনে কি ?তবে চলুন জেনে নেওয়া যাক।ইউভান, যার অর্থ মহাদেব।তবে আজকে আপনাদের জানাবো যে, ইউভান ছাড়াও আরও অনেক নামের প্রস্তাব এসেছিল তাদের কাছে ।
ইউভান নামের আরেকটি সমার্থক শব্দ হলো সুস্বাস্থ্যবান বা শক্তিশালী।তবে এটি হলো আধুনিক যুগের নাম ,তবে নাম টি কিন্তু খুবই সুন্দর।চাইলে আপনিও রাখতে পারেন এই নাম।