Home খবর রাস্তার মাঝখানে Zomato কর্মীকে জুতোপেটা তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

রাস্তার মাঝখানে Zomato কর্মীকে জুতোপেটা তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

রাস্তার মাঝখানে Zomato কর্মীকে জুতোপেটা তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে।

টুইটারে এক ইউজার ভিডিওটি শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী তাঁর জুতো খুলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জোম্যাটো ডেলিভারি কর্মীকে মারছেন। তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন অন্য মহিলারা। ভিডিওটি শেয়ার করে ওই ইউজার ‘জোম্যাটোকেয়ার’ ও ‘জোম্যাটো’কে ট্যাগ করে লেখেন, ‘এই ডেলিভারি এক্জিকিউটিভকে নিগ্রহ করা হল যখন তিনি আমার অর্ডারটি দিতে এসেছিলেন। কয়েকজন মহিলা তাঁর থেকে অর্ডারটি ছিনিয়ে নেন এবং তাঁকে জুতো দিয়ে মারতে শুরু করেন।

উনি (ওই কর্মী) কাঁদতে কাঁদতে আমার কাছে এসে জানাতে থাকেন, ওঁর কাজ চলে যাবে।’ জনপ্রিয় খাবার ডেলিভারি অ্যাপ জোম্যাটোর (Zomato) কর্মীদের উপরে নিগ্রহের অভিযোগ আগেও উঠেছে। এবার মাঝরাস্তায় সংস্থার এক কর্মীকে জুতোপেটা করতে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral video)। তবে ঠিক কী কারণে এভাবে নিগৃহীত হতে হল ওই যুবককে তা এখনও জানা যায়নি।এভাবে কেন ওই যুবককে নিগৃহীত হতে হল অভিযোগ তুলতে দেখা যায় নেটিজেনদের। পাশাপাশি জোম্যাটোর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অনেকেই। আসলে ওই টুইটের রিপ্লাইয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।

যার জবাবে এক ইউজার প্রশ্ন তুলেছেন, যেহেতু ওই কর্মীটি ধনী নন, তাই জোম্যাটো জানাচ্ছে তারা ঘটনাটি আগে খতিয়ে দেখবে। তাঁর দাবি, ওই কর্মীটিকে পুরস্কৃত করা উচিত। সে সঙ্গে অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত। কোনও কোনও ক্রুদ্ধ ইউজার জোম্যাটো বয়কটের দাবিও তুলেছেন।তিনি ওই কর্মীকে জুতোপেটা করলেও সত্য়িই কি খাবারও ছিনিয়ে নিয়েছিলেন। আপাতত ভাইরাল ভিডিওটি ঘিরে নানা মন্তব্যের ভিড় নেটদুনিয়ায়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments